সিলেট একটি পর্যটক অঞ্চল সুন্দর্য্যে গেরা এই শহর দেখতে আসেন হাজার হাজার দর্শনার্তি ও পর্যটকরা সিলেটের সুন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে ভিড় জমান ডিসেম্বর ও জানুয়ারী মাসের এই সময়ে সিলেটে ।
কোম্পানি গঞ্জের সাদা পাথর জৈন্তাপুরের জাফলং এর অপরূপ সুন্দর্য্য মালনীছড়ার চা বাগান এক নজর দেখার জন্য পরিবারের সদস্যদের নিয়ে চলে আসেন সিলেটে, কিন্তু দুঃখের বিষয় কতিপয় চা বাগানের শ্রমিক বাগানের এই এলাকাতে ডুকতে দেয় না, বলে পারমিশন ছাড়া ভিতরে ডুকা যাবে না।
তাদের কে টাকা দিলে ভিতরে ডুকা যাবে অর্থাৎ তাদের ভাষায় এটা কে বখশিশ বলে শ্রমিকদের সাথে কথা বলে জানা গেলো ভিতরে কোন নিরাপত্তা নাই এ জন্য তারা বখশিশ চায়, আমাদের প্রতিনিধি তাদের কে জিজ্ঞাসা করলেন ভিতরে কেনো নিরাপত্তা নাই সেখানে ও কি তোমাদের লোক ।
এই শ্রমিক উত্তরে বললো না আমাদের লোক কেনো ভিতরে থাকবে আপনারা ভিতরে গিয়ে দেখুন ওরা কারা ভিতরে গিয়ে দেখা গেলো কয়েকজন শ্রমিক এদিক ওদিক ছোটা ছুটি করছে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যায় ।
এখানে গুরতে আসা পর্যটদের সাথে কথা বলে জানা গেলো ভয়ে কেউ ভিতরে যেতে চায় না তাদের কে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, যদি এমন অবস্থা হয় তাহলে সিলেটের সোনাম নষ্ট হচ্ছে বলে জানোয়েছেন গুরতে আসা কয়েকজন পর্যটক ।
সিলেটে সোনাম রক্ষা করতে অচিরেই সেখানে আইন শৃখলা বাহিনীর নজর দেওয়া প্রয়োজন , সিলেট একটি শান্তির নগরী সেখানে বাহির থেকে গুরতে আসা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সিলেটের সকল শ্রেণী পেশার মানুষের তা না হলে পর্যটকরা আর আসতে চাইবে না সিলেটর পর্যটন স্পট গুলিতে ।
স