বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, "আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব এবং সরাইল-আশুগঞ্জকে দুটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করব।" তিনি বলেন, এই দুই উপজেলার চেহারা পাল্টে দিয়ে উন্নত এক নতুন রূপ দেবেন। তিনি আরও বলেন, "আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি জীবনের বাকি সময় আপনাদের পেছনে ব্যয় করব।"
রোববার (৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইলের আসক্তি ও অন্যান্য খারাপ কাজ থেকে রক্ষা করতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা বলেন, "আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প কিছুই নেই।"
রুমিন ফারহানা উল্লেখ করেন, "আমাদের নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাঠকে স্টেডিয়ামে রূপান্তরিত করবেন। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে তার এই প্রতিশ্রুতি রক্ষা করতে এ মাঠকে স্টেডিয়ামে পরিণত করব।"
অনুষ্ঠানে সরাইল উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জহিরুল হক খোকন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, ইউপি সদস্য মোশায়েদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সমাজকর্মী শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সরাইল বন্ধু মহল একাদশ সরাইল ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন, যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
স