সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এক নারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ফাহিমা আক্তার নামের এই নারীকে টাকা আত্মসাৎ মামলায় রবিবার রাতে সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকা থেকে কোতোয়ালি থানাপুলিশ গ্রেফতার করে।
সোমবার (২৬ মে) গ্রেফতারকৃত সিসিক নারী কর্মচারী ফাহিমা আক্তার কে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
জানা গেছে, ফাহিমা আক্তার সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক (টিকা দানকারী)। তিনি এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। দুই স্বামীকে ছেড়ে সম্প্রতি সিলেট কদমতলি এলাকার আমেরিকা প্রবাসী একজনকে বিয়ে করেন বলে জানা গেছে । ফাহিমা আক্তারের পিতার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
স