স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মব কিছুটা কমে এসেছিল। কিন্তু দুই-তিন দিন আগে কুমিল্লা, চিটাগাং, লালমনিরহাট, ফরিদপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন মব না ঘটে, তার জন্য প্রপার অ্যাকশন নিচ্ছি। মবের সঙ্গে যারা যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরার শিল্প পুলিশ সদর দফতর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মবের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরের অপরাধের জন্য এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সমস্যা হলো, যে অন্যায় করে, সে তো ওই এলাকায় থাকে না, পালায়। তাকে খুঁজে বের করে গ্রেফতার করতে একটু সময় দিতে হবে। লালমনিরহাটের দুটি থানায় হামলা হয়েছে। সেখানে পুলিশের সংখ্যা, সেনাবাহিনীর সংখ্যা, বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন, দলীয় যারা প্রার্থী আছেন, তাদের ওপরও নির্ভর করে পরিবেশ। ইলেকশন কমিশন পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার প্রশাসন থেকে আসে। আমরা হলো, আইনশৃঙ্খলাটা দেখি। মেইন পার্টি হলো, যারা ইলেকশনটা করতেছে। ইলেকশনের জন্য বেশি প্রস্তুতি দরকার, যারা ইলেকশন করবে, তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির ঘাটতি নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের এখনো পাঁচ-ছয় মাসের মতো সময় আছে। আমি আমার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আমার মনে হয়, ইলেকশনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোনো অসুবিধা হবে না।
জাহাঙ্গীর আলম বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবলের সংখ্যা অনেক কম। আপনারা জানেন, আগস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক সমস্যা দেখা গিয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে সমস্যাগুলো সমাধান করেছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও বৃদ্ধি করতে হবে। যেহেতু ইন্ডাস্ট্রির সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাই তাদের জনবল ও সরঞ্জামাদি বাড়ানো দরকার। এসব বিষয়ে তাদের (ইন্ডাস্ট্রিয়াল পুলিশের) সঙ্গে আলাপ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি), বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহমেদ আলী, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।