সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪নং বড়দল উত্তর ইউনিয়ন শাখা'র দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৫ইং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গোটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টা থেকে উক্ত সম্মেলন শুরু হয়ে রাত ১২টায় শেষ হয়।
দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা মোঃ আনিসুল হক। শুরুতে প্রধান অতিথি হিসেবে তাহিরপুর উপজেলার পরিষদের সাবেক এই চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষ প্রতিকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী উত্তর বড়দল ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল বিশেষ অতিথিবর্গকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাদল মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ রাখাব উদ্দিন,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন,তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল হুদা।
উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াৎ হোসেন,একে এম নাসের উজ্জ্বল,চান মিয়া মাস্টার,মোঃ আমির শাহ,তোজাম্মেল হক মুরসালিন,বাবু ভাস্কর রায়, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালিব,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম,শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সি, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হাসান,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মঞ্জুর আলী,সদস্য সচিব নজরুল শিকদার, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া,সদস্য সচিব শফি আলম,দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক নাসির মিয়া,দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির মিয়া,যুগ্ম আহবায়ক আব্দুস সালাম ও উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক নির্বাচিত হন এনাম তালুকদার।
শীনবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম (চশমা মার্কা) ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. নজরুল ইসলাম শাহ (ঘোড়া মার্কা)-১৪৫ ভোট, মো. রফিকুল ইসলাম (চেয়ার মার্কা) ১০৪ ভোট, মো. রুহুল আমিন (ছাতা মার্কা) ২৭ ভোট পান।
সহ- সভাপতি পদে মো. হেলু মিয়া (মোরগ মার্কা) ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. হাবিবুর রহমান সংগ্রাম (মাছ মার্কা )-১৮৪ ভোট এবং মো. শহিদুল ইসলাম (আম মার্কা ) ৪৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো.এনাম উদ্দিন তালুকদার (ফুটবল মার্কা)-১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবুল কালাম আজাদ (তালা মার্কা) ১৩৩ ভোট, মো মালু মিয়া (দোয়াত-কলম) ৮৯ ভোট এবং মো. বেলায়েত হোসেন (কাপ- পিরিচ) ৫৫ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ (বাই সাইকেল মার্কা ) ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আলী হোসেন (বাঘ মার্কা)-১০৯ ভোট, মো. জমির হোসেন (হারিকেন মার্কা)-১০৪ ভোট এবং মো. আকির উদ্দিন (মোমবাতি মার্কা)- ৮৯ পান।
সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ (ডাব মার্কা)- ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলী নূর (সিএনজি মার্কা) ৯২ ভোট, মো. নুর জামাল (মটর সাইকেল মার্কা) ৬৯ ভোট এবং দ্বীন ইসলাম (রিক্সা মার্কা) ৫৫ ভোট পান। রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও সহকারী কমিশনার জুনাব আলী ও মেহেদী হাসান উজ্জলসহ ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচিত সকল দলীয় প্রতিনিধিদের তাৎক্ষনিকভাবে ফুলেল শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন,ইনশাআল্লাহ আগামীর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে দল ও দেশের যেকোনো সংকটে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সম্মুখসারি থেকে ভুমিকা পালন করবে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপিসহ তাহিরপুর উপজেলা বিএনপির সবকটি মূল,অঙ্গ ও সহযোগী সংগঠন। আমরা তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পেরে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি। দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মীরা গণতান্ত্রিক পন্থায় দলীয় নেতৃত্ব নির্বাচিত করতে পেরে খুবই উৎসাহবোধ করছেন। জননেতা তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা দলের মধ্যে সর্বাগ্রে গণতন্ত্র চর্চা করে পৃথিবীর রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
আমরা প্রমাণ করতে চাই সারা বাংলাদেশের নির্বাচিত জাতীয়তাবাদী নেতৃত্বই এই দেশের মানুষকে উন্নয়ন,শান্তি ও অগ্রগতি অর্জনে মাইলফলক ভূমিকা পালন করতে সক্ষম। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশগড়ার রাজনীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বকে মডেল ধরে সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি ঘরে ঘরে বিএনপির আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানান।
হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ প্রতিনিধি
তাং : ০৭.০৯.২০২৫
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬