অতীতে বাংলাদেশে অনুষ্ঠিত সব গণভোটেই সরকার এক পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।’
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে সরকারের সরাসরি প্রচার চালানো নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্কার, বিচার, নির্বাচন এ তিনটি অগ্রাধিকারের কথা বলে আসছে।
সরকারের উদ্যোগে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়নসহ বিভিন্ন সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি চলছে। গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। আর এখন আমরা সংস্কারের পক্ষেই কথা বলছি। সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি।