মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে” প্রত্যেক সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা ।
বস্তুনিষ্ঠ সংবাদই একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণয্যেগ্য করে তুলতে পারে। একজন সংবাদ কর্মীর দায়িত্ব তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌঁছে সঠিক তদন্ত সাপেক্ষে, খবর সংগ্রহ করে সঠিক সংবাদ প্রচার করাই হলো একজন সঠিক সংবাদ কর্মীর পেশাগত দায়িত্ব” ।
অনেকে নিজেকে মনে করি আমি একজন বড়ো মাপের সাং”বা”দি”ক- প্রকৃতপক্ষে এটাই স্বাবাবিক, প্রাতিষ্টানিক শিক্ষা ও সাংবাদিকতার উপর প্রশিক্ষণ থাকাটাই হচ্ছে মূল ধারার সাংবাদিকতা, সঠিক সংবাদ সংগ্রহের জন্য যা থাকা প্রয়োজন ।
সংবাদ সংগ্রহের জন্য একজন সাংবাদিকের থাকতে হবে Nose for News অর্থাৎ সংবাদের গন্ধ শুকার মত একটা নাক বা সহজাত প্রবৃত্তি। এর সাথে থাকতে হবে নোটবুক, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মিনিক্যাসেট, ফোন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ই-মেইল, বাইসাইকেল কিংবা মটর সাইকেল ।
একটি জাতীয় দৈনিক পত্রিকার বার্তা সম্পাদকের কাছে শুনেছি, একজন পেশাদার সাংবাদিকের কাছে আর কিছু থাক আর না থাকুক অন্ততঃ একটি কলম থাকা বাধ্যতামুলক। কলম থাকলে জরুরী কোন সংবাদের তথ্য বাম হাতের তালুতেও লিখে রাখা যায়।
এবং এই আইটি সেকশনের যুগে জরুরি প্রয়োজন কম্পিউটারে টাইপিং ফটোশপ এডিটিং গুরুত্বপূর্ণ ,
উপরের লিখা গুলি আগের যুগের সংবাদ কর্মীরা এ ভাবেই তাদের কাজ চালিয়ে গিয়েছেন কিন্তু এযুগে অসম্ভন বস্তুনিষ্ঠ সংবাদই একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণয্যেগ্য করে তুলতে পারে। একজন সংবাদ কর্মীর দায়িত্ব তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌঁছে সঠিক তদন্ত সাপেক্ষে, খবর সংগ্রহ করে সঠিক সংবাদ প্রচার করাই হলো একজন সঠিক সংবাদ কর্মীর পেশাগত দায়িত্ব” ।
মোবাইল হউক কিংবা ক্যামেরা সেটা দিয়ে ভিডিও চিত্র সংগ্রহ করতে পারেন, এমন কিছু ভিডিও চিত্র প্রচার করবেন না যাতে অন্যের মান সমম্মান নষ্ট না হয় , আপনার ধারণকৃত ভিডিও সেটা আপনার প্রাইভেন্সি, সংবাদ সংগ্রহে অন্যের প্রাইভেন্সি আপনার কাছে একটি আমানত ।
সাংবাদিক হওয়ার জন্য শিক্ষার কোন উল্লেখযোগ্য মাপকাঠি না থাকলেও ভাষা ও বানান সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যাক ।
এ ছাড়া যিনি, সাংবাদিকতার মত ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত হতে চান তার থাকতে হবে মানসিক ও শারীরিক যোগ্যতা। একজন সাংবাদিককে হতে হবে মেধাবী, স্মার্ট ও চটপটে। থাকতে হবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মত ধর্য্য, সাহস ও মানসিকতা।
ভদ্রোচিত ব্যবহার সাংবাদিকের একটি বিশেষ গুণ।সাংবাদিককে নিরপেক্ষ হওয়া বাধ্যতামুলক। এ ছাড়া সাংবাদ সরবরাহকারীদের (সোর্স ) কাছে হতে হবে একজন প্রকৃত বন্ধুর মত বিশ্বস্ত। কোন পরিস্থিতিতেই সংবাদের সোর্সের নাম প্রকাশ করা যাবে না। পরিচ্ছন্ন ও মার্জিত পোষাকও একজন সাংবাদিকের গ্রহণযোগ্য করে তোলে।
সংবাদ লেখা ও প্রকাশের পর সাংবাদিকের করণীয়ঃ
সংবাদ লেখার পর কমপক্ষে একবার সংবাদটি ভাল করে পড়তে হবে। বানান ভুল হলে, তথ্য বাদ পড়লে বা বাক্য অসম্পুর্ণ থাকলে তা সংশোধন করে পত্রিকায় পাঠাতে হবে। প্রেরিত সংবাদের ফটোকপি অথবা ই-মেইল অবশ্যই সংরক্ষণ করতে হবে।
সংবাদটি প্রকাশ হওয়ার পর তা মিলিয়ে দেখতে হবে লেখা সংবাদটি হুবহু ছাপা হয়েছে নাকি এডিট করা হয়েছে । যদি এডিট করা হয়ে থাকে তবে পরবর্তীতে সংবাদ লেখার সময় ক্রটিগুলো সংশোধন করা সুবিধা হবে।
আমার লিখা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন ।