ব্যাংকিং চ্যানেলে চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসার ধারা বজায় রয়েছে চলতি মাসেও।
চলতি মে মাসের সাত দিন বাকি থাকতেই সোয়া দুই বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার বাংলাদেশ ব্যাংক ২৪ মে পর্যন্ত প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায় এ নিয়ে টানা ৯ মাস দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এল।
এর আগের দুই মাস এপ্রিল ও মার্চে রেকর্ড রেমিটেন্স আসে। এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পৌনে ৩ বিলিয়ন ডলার এবং এর আগের মাস মার্চে রোজার ঈদকে ঘিরে এসেছিল রেকর্ড সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিটেন্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চের আগে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে; ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।
এদিকে চলতি মাসেই রেমিটেন্স নিয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। কারণ যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে আয়ের অর্থ পাঠানোর ক্ষেত্রে কর বসাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে আইন প্রস্তাব করেছেন তাতে বাংলাদেশের রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা।
তাদের মতে, এ ক্ষেত্রে হুন্ডির মতো অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হতে পারেন প্রবাসীরা, যা রিজার্ভের জন্য বড় ধাক্কার কারণ হবে।