কোরবানির সময় পশুর রক্ত, অঙ্গপ্রত্যঙ্গ বা বর্জ্য বজ্র (ড্রেইন) বা খোলা নালায় ফেলা একদমই উচিত নয়। এতে শুধু পরিবেশই নষ্ট হয় না, বরং—
পানিদূষণ ঘটে, যা আশেপাশের জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
ড্রেইন বন্ধ হয়ে যায়, ফলে বৃষ্টির সময় জলাবদ্ধতা হয়। দুর্গন্ধ ও জীবাণু ছড়ায়, যা রোগ-ব্যাধির কারণ হয়। মশা, মাছি বেড়ে যায়, ফলে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে।
বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য সিলেট সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ঘোষণা করেছে তাই নির্দিষ্ট জায়গায় কোরবানির বর্জ্য ফেলুন আপনার চারিপাশের পরিবেশ কে রক্ষা করুন ।
কসাইয়ের জায়গায় বালু বা চুন ছিটিয়ে রাখতে হবে।
পশুর রক্ত ও মাংসের বর্জ্য মাটি চাপা দিয়ে ফেললে পরিবেশ অনেকটাই রক্ষা পায়।
গত বছরের ন্যায় এবারে ও পবিত্র ঈদুল আজহার দিনে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে , তাই সকলের উচিত ড্রেইনেজ ব্যবস্থ্য কে সুরক্ষা করা, এমনিতেই অল্প বৃষ্টি হলেই নগরীর ভিবিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে থাকে সেই সাথে জন দুর্ভোগ লেগেই রয়েছে । সিসিক আগে থেকেই এ ধরণের উদ্যোগ নিলে হয়তোবা কিছুটা হলে ও নগবাসী সচেতন হতো ।