নিহত চিকিৎসক রহিমা খানম জেসির মৃত্যু ও একি সপ্তাহে ভিতরে আরো দুটি দুর্ঘটনা ঘটায়, স্থানীয় এলাকার ১০/১১/১২/ও ১৩ নং ওয়ার্ডের সচেতন মহল দুর্ঘটনা এড়াতে এবং স্থায়ী সমাধানের জন্য একত্রিত হন, এতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) সিলেট ।
একি জায়গায় সিএনজি স্ট্যান্ড ও শেখ ছানাউল্লাহ জামে মসজিদ, আবার অন্যদিকে রয়েছে দুটি স্কুল মঈনুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ।
মুসল্লি ও শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের, যদি ও প্রশাসন প্রায় চেষ্টা করে যানজট নিয়ন্ত্রণ করতে কিন্তু সেটা সম্ভব হয়নি স্কুল ছুটি কালীন সময়ে কিংবা মুসল্লিদের
নামাজের সময় একের পর একেকটি সিএনজি দ্রুত আসতেই তাকে বন্দর হয়ে মেডিকেল যেতে কেউ আবার এই পয়েন্ট থেকে টুকের বাজার এভাবেই দ্রুতগামী সিএনজি গুলি লাগামহীন ভাবে চলছেই ।
টুকেরবাজার ও মেডিকেলর গাড়ি গুলি জিতুমিয়ার পয়েন্ট দিয়ে বন্দরের দিখে ছুটে।
সিএনজি গুলির এতো গতি না দেখলে বিস্বাস করা অসম্ভব।
স্থায়ী সমাধানকল্পে কাজীর বাজার সেলফি ব্রিজের উত্তরদিকের সম্মুখ ভাগে গোল চত্তর এবং ব্রিজের দক্ষিণ পাশের সরু রাস্তা কে প্রশস্ত করা একান্তই জরুরী এবং সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা জোরদার করা ব্রিজের সম্মুখে প্রতিনিয়ত জ্যাম না থাকার জন্য অনুষ্টানে আগত অতিথি-রা বলেছেন অচিরেই আইনি ব্যবস্থা নেওয়া হবে ।