1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পে স্কেল নিয়ে ফের বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে যেসব বিষয় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা সিলেট নগরীর ১২ নং ওয়ার্ডে ডাস্টবিন নেই, যার ফলে নাগরিকরা সমস্যায় পড়ছেন সিলেটে পুলিশের অভিযানে যাত্রীবেশে সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই, গ্রেফতার-৩, ভোটের মাঠে আনসার-ভিডিপি থাকবেন কতজন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করতে হবে নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

অপরাজিতা অ্যাওয়ার্ড পেলেন সিলেট ভয়েস প্রকাশক সেলীনা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরীসহ সিলেটের ১২ জন নারী উদ্যোক্তা পেলেন অপরাজিতা অ্যাওয়ার্ড। নারী উদ্যোক্তাদের সাহস, মেধা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৩০ আগস্ট) নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কনভেনশন হলে বুম বক্স কমিউনিকেশন্স আয়োজিত দিনব্যাপী সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অপরাজিতা অ্যাওয়ার্ডে আরো সম্মানিত হয়েছেন— রাবেয়া খান আহমেদ, শামা হক চৌধুরী, ফারমিস আক্তার, রাধাবতী দেবী, মনোজাহা পলী ইসলাম, বিলকিস আক্তার সুমি, ফেরদৌসি মোহিউদ্দিন, তাহিয়া তালবিয়া মিম, তৌহিদা টাম্মি, শান্তনা দেবী ও বর্ণালী দাস তৃষা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকের এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।”

দিনব্যাপী আয়োজিত সম্মেলনে নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে আলোচনা হয়। অতিথিরা বলেন, সিলেটসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণীদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, এনআরবি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজীসহ অনেকে। সভাপতিত্ব করেন বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এম জি রব্বানী এবং সঞ্চালনা করেন নাহিদা খান সুমি।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট