1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন অতীতে গণভোটে সরকার এক পক্ষে ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধে সয়লাব সিলেটের বাজার ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পে স্কেল নিয়ে ফের বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে যেসব বিষয় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা সিলেট নগরীর ১২ নং ওয়ার্ডে ডাস্টবিন নেই, যার ফলে নাগরিকরা সমস্যায় পড়ছেন সিলেটে পুলিশের অভিযানে যাত্রীবেশে সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই, গ্রেফতার-৩,

সুনামগঞ্জে সিরিয়াল ভেঙে এক্সরে না করায় মারধর

সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জে সিরিয়াল ভেঙে আগে এক্স-রে করতে না দেওয়ায় হাসপাতালের এক কর্মী মারধরের শিকার হয়েছেন।সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের নিচতলায় এক্স-রে রুমে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওয়ার্ডবয় পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের ছেলে ফরহাদ ও শিমুল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সিরিয়াল অনুযায়ী হাসপাতালের নিচতলায় এক্স-রে করা হচ্ছিল। হঠাৎ হাসপাতালের পাশের বাসিন্দা ফরহাদ ও শিমুল এসে তাদের রোগীকে নিয়ম ভেঙে এক্স-রে করতে বলেন। রাজি না হওয়ায় এক্স-রে রুমেই ওয়ার্ডবয়কে মারধর করা হয়।

মারধরের শিকার পিয়াল হোসেন বলেন, ‌‘আজ অন্যায়ভাবে আমাকে মারধর করা হয়েছে। অথচ আমার কোনো অপরাধ ছিল না। আশা করি, পুলিশ দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে।’

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সেবা দেওয়ার জন্য এখানে চাকরি করি; কারও মারধরের শিকার হওয়ার জন্য নয়। আজ সিরিয়াল ভেঙে এক্স-রে না করায় হাসপাতালের এক্স-রের রুমে ডুকে যেভাবে স্টাফকে মারধর করা হয়েছে তা সত্যিই দুঃখজনক।

এদিকে আসামিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, হাসপাতালের ভেতরে ঢুকে যারা এ হামলা চালিয়েছেন, তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট