1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবার ভ্রমণ ভিসায় নিয়ম আরও সহজ করল নিউজিল্যান্ড। নতুন নিয়মের আওতায় দেশটিতে ভ্রমণকারী পর্যটকেরা যাতে ভ্রমণে থেকেও সহজে কাজ করতে পারেন, সেই সুবিধা রাখা হয়েছে। যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে কাজ করেন, তারা এই ভিসা নিয়মের সুবিধা পাবেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন নিয়ম অনুযায়ী পর্যটকেরা নিউজিল্যান্ডে ৯০ দিন পর্যন্ত অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য ‘দূরবর্তী কাজ’ (রিমোট ওয়ার্ক) করতে পারবেন। তবে এর বেশি সময় অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতায় পড়তে হবে।

নিউজিল্যান্ড সরকার সোমবার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিতে ভ্রমণের জন্য ‘ডিজিটাল নোমাড’ বা ‘ডিজিটাল যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তি, যারা ভ্রমণের মধ্য থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।

এ নিয়ে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ২৭ জানুয়ারি (সোমবার) থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তিনি বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ও দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধু বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতিতে হয়, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। তারা এর বাইরে থাকবেন।

তিনি ঘোষণার পর একটি সংবাদ সম্মেলনে বলেন, কতজন লোক সুযোগটি গ্রহণ করবে, সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। তবে ডিজিটাল যাযাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড এমন লোকদের টার্গেট করছে, যারা এখানে কাজ করার এবং ভ্রমণের সুযোগ চান।

নিউজিল্যান্ডের অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টারে মন্দায় ডুবে যায়। সরকার প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট