সিলেট নগরীতে প্রবাসী এক মেয়ের ছবি এডিট করে বাবা সহ পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এরপর বড় অঙ্কের টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নিরুপায় হয়ে বাবা সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কে বিষয়টি অবহিত করেন ।
পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকার মিন্টু দেবনাথ (৩৫) নামের এক যুবককে আটক করে। মিন্টু ওই এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বাজিতপুরের মহেশ দেবনাথের ছেলে।
আজ মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অপরিচিত মোবাইল থেকে পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়।
একই সঙ্গে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি ভুক্তভোগীর বাবা এসএমপিকে জানালে পুলিশ কৌশলে আসামিকে সনাক্ত করে ।