হজরত শাহজালাল (রহ.) মাজারে ইবাদতে মশগুল মুসল্লিরা
শবে বরাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। সিয়াম সাধনার প্রস্তুতি হিসেবে অনেকে আজ রোজা রাখবেন। তরুণ ও যুবকরা রাতভর ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করবেন। প্রতিটি মসজিদে দোয়া ও বয়ান করা হয় শবে বরাতে। শবে বরাত উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি।
ইসলাম ধর্ম অনুসারীদের বিশ্বাস, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয়। তাই তারা এ রাতকে মহিমান্বিত রজনী হিসেবে পালন করেন।
আবার অনেকের বিশ্বাস, শবে বরাতের রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল। তাই ইসলাম ধর্মাবলম্বীরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন শবে বরাতে। মৃত স্বজনের কবর জিয়ারত করছেন অনেকে ।
এদিকে পবিত্র শবে বরাতের রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার ও মহানগরের সবচেয়ে বড় কবরস্থান মানিকপীর টিলায় স্বজনদের উপচে পড়া ভিড় কবর জিয়ারত করছেন মুসল্লিরা।
পবিত্র এই রজনীতে সিলেট নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ। মহানগরীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।