1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

বালাগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান “জনাব তারেক রহমান” এর নির্দেশনায় সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রেটার ঢাকা ফোরাম ইউকে’র সভাপতি জনাব গোলাম শাব্বীর পারভেজ,সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিক ব্যবস্থাপনায় বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের এম এ খান অডিটোরিয়ামে বিনামূল্যে চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন।

আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আজ এই ফ্রি চক্ষুশিবির তাদের অনেক উপকারে আসবে। এই মহতি উদ্যোগের জন্য আমি এম এ মালিক ভাইকে ধন্যবাদ জানাই।

তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল। তারা ইলিয়াস আলীকে ভয় পেত। কারণ, ইলিয়াস আলী এদেশের মানুষের গনতন্ত্রের কথা বলতেন, ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইলিয়াস আলী সব সময় প্রতিবাদী ছিলেন।

বিএনপি নেতা জাকির হোসেন ও মাসুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট