বাড়ি ভাড়া দিতে রাজি না হওয়াতে নগরীর সুবিদবাজারে বাসার মালিক ফজল বক্সের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।
স্থানীয় সূত্রে জানা যায় , সুবিদবাজার নূরানী ১১ নং বাসায় পছন্দের মহিলা ভাড়াটিকে বাসা ভাড়া দিতে রোববার রাত ১০টায় দলবল নিয়ে হাজির হন লন্ডনী রোডের সিদ্দিক মিয়ার ছেলে সাগর।
এ সময় বাসার মালিক বাসা ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেন। এতে সাগর ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে আসা লোকজনদের নিয়ে । ফজল বক্সের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে আসলে মা রানী বেগম ও বোন জোস্না বেগম গুরুতর আহত হন । এসময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দলবল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় এলাকার লোকজন ধরাধরি করে গুরতর আহত ফজল বক্সকে হাসপাতালে নিয়ে যায়। তার চোখের পাশে মারাত্মক জখম হয় এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে রক্তাক্ত হয়।ওসমানী হাসপাতালে ভর্তি ছিলেন একদিন l তার মা আহত রিনা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ আহত ফজল বক্স ৯০ দশকে সিলেট ছাত্রদলের সদস্য ছিলেন। তার উপর হামলার ঘটনায় সিলেট বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ জানিয়েছে l
আক্রমণকারী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দল গ্রূপের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।