1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

নরওয়ের যে টিভি চালান প্রতিবন্ধীরা

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

নরওয়েতে প্রতিবন্ধীদের জন্য একটি টিভি চ্যানেল চালু আছে। অনেক প্রতিবন্ধী সেখানে কাজ করে। দেশব্যাপী এই চ্যানেল এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও তারকারা এই চ্যানেলের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে থাকেন।

টিভির নাম ‘টিভি ব্র’, নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ ‘টিভি গুড’। প্রতিবন্ধীদের জন্য চালু এই টিভি প্রতিবন্ধীরাই চালিয়ে থাকেন।

ভেগার্ড ল্যোলান্ড একজন সাংবাদিক হিসেবে টিভি ব্রতে কাজ করেন। তিনি বলেন, ‘আমি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি। হ্যাঁ, আমার ডাউন সিনড্রোম আছে। কিন্তু আমি এটাকে বড় করে দেখি না। আমি আমাকে নিয়ে সৎ থাকি।’

টিভির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক কামিলা কালহাইম তার কর্মীদের সততা ও খোলামনের প্রশংসা করেন। তিনি জানান, ‘এমন অনেকে এখানে কাজ করেন, যাদের কোনো প্রশিক্ষণ নেই। অনেকে ভালোমতো পড়তে ও লিখতে পারেন না। তাদেরকে বার্তা গঠনে সহায়তা করতে হয়। এটা ছাড়া আমরা অন্য কোনো টিভি স্টেশনের মতোই পেশাদার। আর এখন আমাদের আরও গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।’

সমাজকল্যাণ কর্তৃপক্ষ ল্যোলান্ডকে তিন রুমের একটি অ্যাপার্টমেন্ট দিয়েছে। সেখানকার রান্নাঘরে আধুনিক চুলাও আছে, যদিও তিনি প্রধানত পিজা খেয়ে থাকেন। লোল্যান্ড বলেন, ‘স্বাধীনভাবে জীবনযাপন করা খুব গুরুত্বপূর্ণ। আমরা বয়স ৩৭। আগে অনেকদিন বাবার সঙ্গে থাকতাম। বলতে পারেন, তিনি আমাকে দেখেশুনে রাখছিলেন।’

কাজের যাওয়ার পথে ল্যোলান্ড নাচের কিছু মুদ্রা দেখান। সাংবাদিক না হবে তিনি নৃত্যশিল্পী হতেন বলে আমাদের জানান।

সম্প্রতি স্কুলের কিছু শিক্ষার্থী টিভি ব্রতে গিয়েছিল। শিক্ষকেরা জানান, এই টিভির সাংবাদিকেরা তাদের শিক্ষার্থীদের কাছে রোল মডেল। তাদের সবার মোবাইলে টিভি ব্রর অ্যাপ আছে। শিক্ষিকা ট্রিন হালারাকার বলেন, ‘এ বছর সেপ্টেম্বরে যখন নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমাদের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হবে টিভি ব্র। অন্য টিভিগুলোতে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা খুব সমস্যার। আমরা টিভি ব্রর উপর নির্ভর করি।

কালহাইম বলেন, ‘নরওয়েতে আমরা পুরো দেশের দর্শকদের স্বীকৃতি পেতে সমর্থ হয়েছি। এখন অন্য দেশগুলোও আমাদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে। ফলে ভবিষ্যতে আমাদের প্রসার আরও বাড়তে পারে।

ফলে ভবিষ্যতে আমরা টিভি ব্রর সাংবাদিক ল্যোলান্ড ও তার সহকর্মীদের কাছ থেকে আরও অনেককিছু আশা করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট