সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নিউ ব্লুবেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
সিলেটে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নগরীর ভিবিন্ন প্রতিষ্টান থেকে সারি সারি মিছিলে মুখোরিত ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাজ্ঞন ও আসে পাশের রাস্তাঘাট, সেই সাথে সিলেটের সর্বস্তরের মানুষ ছুটে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিখে ।
একুশের প্রভাত ফেরিতে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
একুশের প্রভাত ফেরিতে সিলেটের জেলা ও মহা নগরের শীর্ষ কর্মকর্তা, রাজনতৈকি দল থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে ওঠে সিলেটের স্মৃতির শহীদ মিনার।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের পতি শ্রদ্ধা জানাতে আসা স্কুল কলেজর শিক্ষার্থী ও ভিবিন্ন সংঘঠনের লোকজন সেই সাথে নিউ ব্লুবেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ।
শহীদ-সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে তা ভরিয়ে তুলতে নেমে এসে জনতার ঢল ।