1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

ইউক্রেন নিয়ে লন্ডন সম্মেলনের ওপর নজর রাখছে মস্কো

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

ইউক্রেন সংকট নিয়ে আজ রোববার লন্ডনে একত্র হন ইউরোপসহ বিভিন্ন দেশ ও জোটের নেতারা

রাশিয়া যেমনটি চেয়েছে, বিগত সপ্তাহটি ঠিক সেভাবেই কেটেছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্যে বিতণ্ডায় জড়ানোর দৃশ্যটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপভোগের বিষয় ছিল।

তবে আজ রোববার ইউরোপের নেতারা যে সম্মেলনে বসেছেন, তাতে নিজেদের অভ্যন্তরীণ বিভক্তি কাটিয়ে ওঠার প্রচেষ্টা রয়েছে। এ ছাড়া কূটনৈতিক সংকটের একটি সময়ের মধ্যে ইউক্রেনের পাশে দাঁড়ানোর চেষ্টাও রয়েছে। এসব বিষয়ের ওপর নজর রাখছে ক্রেমলিন। কারণ, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে ভাঙনকে কাজে লাগাতে চাচ্ছে তারা।

আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তাঁর বক্তব্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, ৫০০ বছর ধরে বিশ্বে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাগুলোর সবগুলো হয় ইউরোপ থেকে সৃষ্টি হয়েছে অথবা ইউরোপীয় নীতির কারণে ঘটেছে। লাভরভ এটাও বলেছেন, কোনো সংঘাত উসকে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেনি যুক্তরাষ্ট্র।

বছরের পর বছর ধরে রাশিয়া যে বার্তা দিয়ে আসছে, লাভরভের বক্তব্য তার বিপরীত। এত দিন বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছে মস্কো। এ ছাড়া ওয়াশিংটনের অধীন থেকে ইউরোপ কাজ করছে বলে দাবি করেছে তারা।

মস্কো এখন বুঝতে পেরেছে যে বর্তমানে ইউরোপ একটি নাজুক অবস্থানে রয়েছে। ইউরোপের দেশগুলো একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন, অভ্যন্তরীণ সংকটের সমাধান এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ার মধ্যে একটি ভারসাম্য রাখতে চাইছে।

তবে ইউরোপ যদি একত্র হতে পারে এবং ট্রাম্পকে এটা বোঝাতে পারে যে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা রয়েছে, তাহলে নিজেদের শর্ত অনুযায়ী যুদ্ধে দ্রুত সমাপ্তি টানার যে কৌশল রাশিয়া হাতে নিয়েছে, তা আরও জটিল হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট