সিলেটে প্রথম রোজার ইফতারে জিলাপির জন্য ভিড় করছে মানুষজন
সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা আম্বরখানা। এখানে ফয়েজ স্নেক্স, শরীফ বেকারিসহ ৪টি দোকানে জিলাপিসহ বিভিন্ন ইফতারি আইটেম বিক্রি করা হয়। তবে আম্বরখানা ও আশপাশের এলাকার মানুষজন এই দোকানগুলো থেকে জিলাপিই বেশি কিনেন।
তাই প্রথম রমজানে ইফতারের একঘন্টা আগে থেকে এই দোকানগুলোতে জিলাপি কেনার জন্য ভিড় করেছেন মানুষজন। রীতিমত আগে যাবার প্রতিযোগিতা করে এই দোকানগুলো থেকে মানুষজন জিলাপি কিনেছেন।
এদিকে বন্দর বাজার, জিন্দা বাজার, রিকাবী বাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিতুমিয়ার পয়েন্ট, সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জিলাপির জন্য মানুষজন কে ভিড় করতে দেখা গেছে ।
প্রথম রমজান থেকেই সিলেটে ক্রেতা বিক্রেতায় জমজমাট ইফতার বাজার। বিশেষ করে জিলাপি কিনতে বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে ভিড় করেছেন ক্রেতারা। রবিবার (২ মার্চ) বিকাল ৪টা থেকে সরগরম হয়ে উঠে সিলেটের ইফতার বাজার।
সিলেট নগরীর হোটেল ও রেস্তোরাঁর সামনে শামিয়ানা টানিয়ে পেন্ডেল করে বিক্রি করা হয় ইফতার সামগ্রী। সিলেটের ইফতারিতে খিচুড়ি আর আখনি অপরিহার্য আইটেম। এই খাবারটি বেশিরভাগ মানুষ বাসায় তৈরি করেন। তবে ইফতারে চাহিদার শীর্ষে আরেক খাবার জিলাপি প্রায় সবাই বাইরে থেকেই কিনেন। তাই রোজার প্রথম দিনে ইফতারের আগ মুহূর্তে জিলাপি কিনার জন্য ভিড় করেছেন ক্রেতারা।