সিলেট নগরীর তালতলায় অদ্য ০৫/০৩/২০২৫খ্রিঃ সময় রাত ১.৩০ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/ মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্স সহ একটি বিশেষ অভিযানে তালতলা তথী এন্টারপ্রাইজ-২ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতরা মাদক সেবনরত অবস্থায় এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাস নিয়ে ধরা পড়ে।
পুলিশ তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুজুকৃত বিভিন্ন নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত।
গ্রেফতারকৃতরা হলেনঃ১. সতীশ চন্দ্র নাথ (৫০), পিতা: যুগেন্দ্র কুমার নাথ, পদবী: সহ-সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ, ২. সুমন কুমার (৫৩), পিতা: মৃত ইন্দ্র কুমার, পদবী: জেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী, ৩. মো: আবুল হোসেন (৫১), পিতা: মৃত হাজী আব্দুস সাত্তার, পদবী: সিলেট জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।