1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার দাবি বিএনপির নির্বাচনের আগে সংস্কারের দাবি জামায়াতের সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন: তাসনিম জারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির

ভূতুড়ে ভোটার তৃণমূল কর্মী, ভারত-বাংলাদেশে দুই দেশেই ভোটার তালিকায় নাম

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

ভারত ও বাংলাদেশ, দু’দেশের ভোটার তালিকাতেই তৃণমূল নেতার নাম রয়েছে , নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করল বিজেপি।

ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে  নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আর এদিকে সেই  শাসক শিবিরেরই এক কর্মীর নাকি একই সঙ্গে ভারত ও বাংলাদেশের ভোটার তালিকাতে নাম রয়েছে ! চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাগদায় । বিজেপি নথি সহ তুলে আনল এক তৃণমূল কর্মীর নাম ! বাগদার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস। ভারত ও বাংলাদেশ, দু’দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে , নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করল বিজেপি।

উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল । তাঁর  দুটি নথি দেখিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে যশোরের চৌগাছার বাসিন্দা। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি। বিজেপির আরও অভিযোগ, নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি।

অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তিনি, তাঁর বাবা ও ঠাকুর্দা এদেশেরই বাসিন্দা। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের কারণে এই মিথ্যাচার বলে দাবি তাঁর। সহিদুলের পাশে দাঁড়িয়ে তৃণমূলের বয়রা অঞ্চল সভাপতির দাবি, ভুয়ো নথি দেখিয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।

ভূতুড়ে ভোটারের অভিযোগে, বঙ্গ রাজনীতির তরজা থামছে না। বৃহস্পতিবার ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই নিয়েই পাল্টা রাজ্য সরকার ও শাসকদলের কোর্টে বল ঠেলে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। ভুয়ো ভোটার বিতর্কে যখন তৃণমূল বিজেপিকে কাঠগড়ায় তুলছে, তখন তৃণমূলের বিরুদ্ধেই সেই অস্ত্রকে ব্যবহার করছে বিজেপি।

শুভেন্দু অধিকারীর দাবি. ‘ভুয়ো ভোটার তো ওরাই তুলেছে। আমি তো প্রথম থেকে বলছি, পশ্চিমবঙ্গে সমাধানের একমাত্র পথ হচ্ছে, আধার, এপিক লিঙ্ক করে রেশন দোকানের মত বায়োমেট্রিক করা। এখানে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য, রোহিঙ্গা মুসলিমদের ভোট সবচেয়ে বেশি। শুধু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেই কয়েক হাজার ভুয়ো ভোটার ধরা পড়েছে যারা বাংলাদেশি। বাংলাদেশ থেকে এসে মালদা জেলাতেই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে ‘

অন্যদিকে, ভূতুড়ে ভোটার নিয়ে  অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন। যেখানে সাংগঠনিক জেলার সভাপতিদের হাজির থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট