1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের জালালাবাদ থানাধীন বলাউড়া নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বলাউড়া কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে বলাউড়ায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত বলে ঘোষণা দেন। আহতদের মধ্যে আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।

ওসি আরো বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি ‍উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে, ঘটনার পরপরই বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট