1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

সিলেটে হজরত শাহাজালাল (র:) মাজারে ইফতার

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

সিলেটে হজরত শাহাজালাল (র:) মাজারে এক কাতারে প্রতিদিন তিন শতাদিক মানুষ কে ইফতারি করানো হয়, সেই সাড়ে সাতশত বছর আগে থেকেই নিজ বক্তদের নিয়েই শুরু করেন হজরত শাহাজালাল (র:) ।

এই ইফতারের প্রচলন এখন ও চলছে পুরোনো সেই আগের স্মৃতি বিজড়িত রীতি, একাধারে ধনী গরিব সকল পেশার মানুষ এক কাতারে বসে ইফতার করেন প্রতিদিন ।

হজরত শাহাজালাল (র:) মাজারে বক্তবৃন্ধ সহ দূর দূরান্ত থেকে প্রতিদিন আসেন শত শত মানুষ, কেউ কেউ মানত করে আসেন এখানে সকলের সাথে এক কাতারে বসে ইফতার করবেন ।

আবার কেউ কেউ আসেন মাজার জিয়ারত করতে প্রতিদিন মানুষের আনাগুনা লেগেই রয়েছে, সন্ধ্যা হওয়ার আগেই শৃখল ভাবে লাইন বেঁধে বসে পড়েন ইফতার করার জন্য ছোট বড়ো সমাজের অসংখ্য মানুষ মাজারে প্রতিনিয়ত আসা যাওয়া করছেন ।

সিলেটের ঐতিয্য কে লালন করে ধরে রেখেছেন মাজারের খাদিম পরিবার, বহুকাল থেকে এভাবেই চলছে ইফতারের আয়োজন, মাজারের সুন্দর্য্য পুকুরের গজার মাছ, ঝর্ণার পানি, শাহাজালালের ডেগ, জালালী কইতর, চোখ জুড়ানো সুন্দর্য্য সিলেটের হজরত শাহাজালাল (র:) মাজার ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট