সিলেট নগরীর লামা বাজার , কুয়ারপাড় , শেখঘাট ,
কাজীর বাজার , তোফখানা,সহ সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিলে
গাজায় হামলার প্রতিবাদ করেন ।
গাজায় যু’দ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের নৃশং’স হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ,আজ ২০ রামাদান রোজ শুক্রবার বাদ জুম-আ বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট কোর্ট পয়েন্টে গিয়ে জড়ো হন মুসল্লিরা ।
প্রত্যেক মুসলমানের ঈমানি দ্বায়িত্ব হিসাবে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন , মিছিল গুলি একে একে মিলিত হয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে শ্লোগান দিতে দিতে নগরীর মধুবন সুপার মার্কেটের সামনে সকলে মিলিত হন ।
গাজায় কয়েক দিন ধরে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৯ শিশুসহ ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক হাজার। পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে সংঘর্ষকে কেন্দ্র করে গত সোমবার থেকে গাজায় এ হামলা শুরু করে ইসরায়েল।
পবিত্র রমজান মাস শুরু হওয়ার পরপরই ইসরায়েল সব সাহায্য-প্রবাহ বন্ধ করে দিয়ে ,খাদ্যসংকট সৃষ্টি করেছে । সাহ্রির ডাকের বদলে সেখানে প্রচণ্ড বোমাবর্ষণের শব্দে মানুষ জেগে উঠে গুম থেকে । বোমার আগাতে ৪০০ জনের বেশি মানুষ মরেছে
এর মধ্যে অন্তত ১০০টি শিশু ছিল বলে জানা গেছে।