1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দায়িত্ব সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে, মাঝপথে চলে যাওয়ার কোনো সুযোগ নেই মে মাসের ২৪ দিনে এল সোয়া ২ বিলিয়ন ডলার রেমিটেন্স ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব সিলেটে পাঁচ লাখ টাকার ভারতীয় ক্রীমসহ একজন গ্রেফতার সুনামগঞ্জে স্কাউটসের উদ্যোগে গবেষণা ও মূল্যায়ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত সুনামগঞ্জে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা সম্পন্ন সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার দাবি বিএনপির নির্বাচনের আগে সংস্কারের দাবি জামায়াতের সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে ‘গ্ল্যামডাস্ট’-এর মানবিক উদ্যোগ

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

সিলেটের শিবগঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছেন সিলেটের নারী উদ্যোক্তা আমিনা খুশি। খুশির অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’ এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন ঈদে নতুন পোশাক পায় এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সে জন্যই গ্লামডাস্টের এই উদ্যোগ। ‘গ্ল্যামডাস্টের’ ব্যবসার লাভাংশ, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের অর্থ দিয়ে শতাধিক শিশুর জন্য ঈদের পোশাক কেনা হয়।

শুক্রবার সিলেট শহরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় শতাধিক শিশুর মধ্যে পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে শিশুদের যেমন হাসি ফুটেছে, শিশুদের অভিভাবকরা বেশ আনন্দিত হয়েছেন। ‘গ্ল্যামডাস্ট’ পরিচালক আমিনা খুশি বলেন, “ঈদ আমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত। কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। আমাদের সম্মিলিত এই ক্ষুদ্র প্রচেষ্টা শিশুদের ঈদের আনন্দে একটু হলেও অংশীদার হতে সাহায্য করতে পারে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”

শিশুদের অভিভাবকরা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। একজন অভিভাবক বলেন, “নতুন পোশাক পেয়ে আমাদের শিশুদের মুখে হাসি এসেছে, এটাই আমাদের ঈদের আনন্দ।” দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে আমাদের শিশুদের নতুন পোশাক দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে, কিন্তু আজকের এই উদ্যোগটি আমাদের জন্য একটি বড় সাহায্য।

গ্ল্যামডাস্টের’ পরিচালক আমিনা খুশি তার বক্তব্যে আরো বলেন, “আমার বিশ্বাস, সমাজে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এমন উদ্যোগগুলোই একে অপরকে সহযোগিতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।” তিনি আরও জানান, গ্ল্যামডাস্টের এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট