1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

বিআরটিএর অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

এবারের ঈদযাত্রা নিরাপদ করার লক্ষ্যে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (৫ এপ্রিল) মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫১টি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।

এদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে সারা দেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতি (ওভার স্পিড), রুট ভায়োলেন্স, ওভারলোড, হাইড্রোলিক হর্ন, হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালনা, মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন ইত্যাদিসহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অন্যান্য ধারা অমান্যের কারণে মোট ৪৫১টি মামলা এবং ৯ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪টি মোটরযান ডাম্পিংয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট