1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২৬ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার দাবি বিএনপির নির্বাচনের আগে সংস্কারের দাবি জামায়াতের সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন: তাসনিম জারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির

সিলেটে তুষার হ’ত্যা মামলার প্রধান আসামী পারভেজ গ্রে’ফ’তার

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

 

সিলেটে আভ্যন্তরীন কোন্দলে ছাত্রলীগ কর্মী তুষার আহমদ চৌধুরী (১৯) খুনের ঘটনায় প্রধান আসামী পারভেজ (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ নগরীর বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে ভিকটিম তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট এমসি কলেজের বিএ প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল। ঘটনার দিন গত ১৫ এপ্রিল রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ, জাবেদ, রানাসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন লাঠিসোটা ও ছুরি দিয়ে ভিকটিমের উপর আক্রমণ করে। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল জিন্দাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রধান আসামী পারভেজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভেজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, এ ঘটনার নগরীর বড়বাজার এলাকা থেকে জাবেদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ নিয়ে তুষার হত্যাকান্ডে ২ জনকে গ্রেফতার করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট