সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জানাইয়া গ্রামের কৃতি সন্তান মোঃ নুরুল হক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দিয়ে আওয়ামী রাজনীতি থেকে অব্যাহতি নিলেন।
শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৫ইং সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়ীত্বে নিযুক্ত ছিলেন। তিনি জানান, পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবী থেকে তিনি অব্যাহতিসহ রাজনীতি থেকে চির বিদায় নিলেন। আওয়ামী লীগ ছাড়াও তিনি অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবেন না বলেও উল্লেখ করেন। আজ থেকে দলীয় কোন কার্যক্রমের সাথে তার আর কোন সম্পর্ক নাই এবং এব্যাপারে আর কেউ তার সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি আহ্বান জানান।