1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন: তাসনিম জারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের টানা ৫ দিন বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

জানা গেল পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলা চালিয়েছে। হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁন্দুর’। পাকিস্তানও ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে। এই হামলায় ভারতে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।

তবে বিবিসি নিশ্চিত হয়েছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।
এ ছাড়া আহতের সংখ্যা ৩২ জন। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। সেখানে বাড়ি এবং দোকানপাটসহ অনেক ভবনের মারাত্বক ক্ষতি হয়েছে। পঞ্চ জেলা ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল-এর কাছাকাছি অবস্থিত।

পঞ্চের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আজহার মজিদ বলেন, ‘আপাতত গোলাগোলি বন্ধ হয়ে গেছে।

তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এখন।’
পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, ‘বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি, ভয়ে মানুষ ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে। স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে।’

উল্লেখ্য, মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাকে ভারত ‘পহেলগাম, মুম্বাই হামলার জবাব’ বলে বর্ণনা করছে।
সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট