সিলেটে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় ক্রীম এবং একটি নোহা গাড়ি সহ হেলাল মিয়া (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) সিলেট নগরের নাইওরপুল চেক পোস্টে চেক করার সময় গাড়ি নিয়ে পালিয়ে গেলে সোবহানীঘাট এলাকায় দাওয়া করে থেকে তাকে আটক করে পুলিশ।
এ সময় আটককৃত হেলাল মিয়ার কাছ থেকে ৪ টি বস্তা থেকে ২১৬০টি ভারতীয় ক্রীম উদ্ধার করা হয় যার মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা।
পুলিশ জানায়, হেলাল মিয়া (৪০)কে আসামী করে ৩/৪জনকে অজ্ঞাতনামা করে সিলেটের কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে প্রেরনের বিষটির সত্যততা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাইফুল ইসলাম ।