সুনামগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) দিনব্যাপী জেলা স্কাউটস ভবনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্কাউটস কমিশনার কানন বন্ধু রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্কশপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.মাহবুব জামান,সিলেট আঞ্চলিক উপ-পরিচালক মো.শামীমুল ইসলাম, সিলেট আঞ্চলিক স্কাউটসের সহকারী কমিশনার (প্রশিক্ষণ) নির্মল চন্দ্র শর্ম্মা, সহকারী কমিশনার (গবেষণা ও মূল্যায়ণ) মো. জাহির মিয়া তালুকদার, জেলা স্কাউটসের সহ-সভাপতি মৃদুল চন্দ্র তালুকদার, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহবুব জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সুলেমান মিয়া, জাতীয় সদর দপ্তরের রিসোর্স পার্সন মো. ওয়াহিদুন নবী ও মো. শাহাদাৎ, জেলা স্কাউটস লিডার বিপ্লব কেতন চ্যাটার্জী, জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, ওয়ার্কশপ অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটস সম্পাদক ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।##
## হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ
তাং : ২৫.০৫.২০২৫
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬