1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরহুমার মৃত্যুতে আজ বাদ যোহর শেখ ছানাউল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আত্মপ্রকাশ ছাতকে ঘুস ও অনিয়মের অভিযোগে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে বদলি সিলেটে নজর কাড়ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির বাহুবলী-৪ আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা সাবেক ভূমিমন্ত্রী হীরা ও তার স্ত্রীকে ছেড়ে বাসায় পৌঁছে দিলো পুলিশ বুধবার সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা আজহার সিলেটে ভূমি মেলা, জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আ. লীগের দোসর পেলেন জুলাই যোদ্ধার অনুদান

বুধবার সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা আজহার

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

আগামীকাল বুধবার সকালে মুক্তি পাচ্ছেন মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৭ মে) রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) প্রিজন সেল থেকে মুক্তি পাবেন। জামায়াতের এই নেতাকে সকাল সাড়ে ৯টায় আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। গত ৮ মে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

রায়ে সর্বোচ্চ আদালত ২০১৪ সালে এ টি এম আজহারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আগের রায় বাতিল ঘোষণা করেন। এছাড়া অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতেও বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট