1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :

শেখঘাটে নারী চিকিৎসক নিহতের ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে পুলিশ

বিশেষ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

সিলেট নগরের শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে ট্রাক চাপায় এক নারী চিকিৎসক নিহতের ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পুলিশ অভিযান চালিয়ে গ ট্রাকচালক মো. আব্দুল কাদির (৩৯)-কে কতোয়ালি থানা পুলিশ। মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে আটক করা হয়। কাদির মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেট শহরের বাদামবাগিচা এলাকার ৪০/২ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং তাকে আটক করি।

গত ৮ জুন সকালে শেখঘাটে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হন রিকশায় বসে থাকা ডা. রহিমা খানম জেসি(৩২)।

জেসি ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট