সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ভাইয়ের যন্ত্রনায় প্রবাসী বোনসহ পরিবার অতিষ্ট হয়ে উঠেছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর (ব্রাম্মনগাঁও) গ্রামে। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
৩ জুলাই বৃহস্পতিবার সরেজমিনে গ্রামের মৃত ছুরত মিয়ার মেয়ে দুবাই প্রবাসী মমতা বেগম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই আশিকুর রহমানকে দুই দুইবার দুবাই নিয়েছিলাম যাতে অভাবের সংসারে হাল ধরতে পারে। সে কোন বারেই এক মাসের অধিক থাকেনি। আমি দুবাই থাকলেও আমার ভাই আশিকুর রহমান দেশে ফিরে সংসারে অশান্তির সৃষ্টি করে। আমি দেশে আসার পরও তার অত্যাচার থামেনি বরং আমার উপর হামলা করেছে। তার স্ত্রী ও ৪ সন্তান রেখে অন্য মহিলার সঙ্গে থাকছে। তার ফেলে যাওয়া স্ত্রী ও সন্তানদের আমি ভরনপোষণ করছি। তাতেও তার সহ্য হয় না। সে চায় তার স্ত্রী সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে নতুন মহিলা নিয়ে এসে সংসার করতে। এতে বাধা দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে নানাভাবে আমাদের অত্যাচার নির্যাতন করছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব ঘটনায় এ পর্যন্ত ৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, আমি দুবাই চলে যাওয়ার পর আমার ভাই বাড়িতে এসে আবার বাড়িতে থাকা সবার উপর হামলা করতে পারে। এ সময় মমতা বেগমের মা, আরেক ভাই, স্ত্রী-সন্তান ও গ্রামের মুরব্বী উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশিকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে তার স্ত্রীর দিকে সন্দেহের তীর ছুড়েন।
জগন্নাথপুর প্রতিনিধি: শাহ আলম চৌধুরী
যোগাযোগ মোবাইল:+8801714955464