সম্প্রতি সিলেট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল কাজির বাজার ব্রিজ এর উভয় পাশের রাস্তা প্রসস্থ করা ও শাহজালাল চত্বর নাম ফলকের দাবিতে শাহজালাল চত্বর বাস্তবায়ন কমিটি স্থানীয় জনগণ সহ বৃহৎ মানববন্ধন আয়োজন করেন।
মানববন্ধনের অংশ গ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক ও অভিবাবকরা তাদের দাবি স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে রাস্তার এ পাশ থেকে ও পাশে যেতে প্রায় দুর্ঘটনা ঘটে সে জন্য দ্রুত
রাস্তা প্রসস্থ করার দাবি করেন তারা ।
মানববন্ধনের পেছনের কারণ:
কাজির বাজার ব্রিজের উত্তর প্রান্তে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে ক্বীন ব্রিজ সংস্কারের কারণে কাজির বাজার ব্রিজে যানবাহনের চাপ বেড়েছে, ফলে প্রতিদিন তীব্র যানজট দেখা দেয় সেই সাথে একের পর এক দুর্ঘটনা ।
এম্বুলেন্সসহ জরুরি যানবাহনও এই জটের কারণে আটকে পড়ে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে রাস্তার সংকীর্ণতা ও অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা জনদুর্ভোগ বাড়াচ্ছে ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান:
কাজির বাজার ব্রিজের উভয় পাশের রাস্তা প্রসস্থ ও আধুনিকায়ন করতে হবে
ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে
স্থানীয় ব্যবসা ও পর্যটনের সুবিধার্থে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন বক্তারা ।
এই ব্রিজটি শুধু যাতায়াতের পথ নয়, এটি সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত।