1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায় উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুসংবাদ টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের নির্দেশ

হঠাৎ পড়ে গেলেন জামায়াত আমির, পরে মঞ্চে বসেই দিলেন বক্তব্য

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একবার না, পরপর দুবার পড়ে যান তিনি। এরপর মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি দুইবার মঞ্চে পড়ে যান। পরে বসে বসে দীর্ঘ বক্তব্য দেন। এরপর নারায়ে তাক্ববীর স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

প্রথমবার পড়ে যাওয়ার পরে কেন্দ্রীয় নেতারা তাকে সেবা করার জন্য উঠে আসেন। এক পর্যায়ে তিনি উঠে কথা বলতে বলতে আবারও ঢলে পড়তে থাকেন। এসময় নেতৃবৃন্দ তাকে ধরে ধীরে ধীরে বসিয়ে দেন। পরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আলহামদুলিল্লাহ বলে আবারও বক্তব্য প্রদান করেন।

বসে বসেই আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

শেষ দিকে তিনি লাখো জনতার উদ্দেশে বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট