সিলেট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন চালক জামাল হোসেন। গাড়ি সড়কে রেখে তিনি গিয়েছিলেন আত্মীয়ের বাসায়। এমন সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ায় গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। তবে জামাল হোসেন ব্যক্তিগত কাজে নয়, গাড়ির হেডলাইট মেরামত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।
গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার বিকেলে গাড়িটি যখন দুর্ঘটনা কবলে পড়ে, তখন বোর্ড চেয়ারম্যান ব্যক্তিগত কাজে সিলেট নগরীর সুবিদবাজারে অবস্থান করছিলেন। আর চালক জামাল হোসেন গাড়ি নিয়ে অবস্থান করছিলেন দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায়।
দুর্ঘটনার সময় বোর্ডের চেয়ারম্যান গাড়িতে ছিলেন কিনা জানতে চাইলে জামাল হোসেন প্রথমে বলেন, ‘‘স্যার গাড়িতে ছিলেন না।’’
গাড়ি দক্ষিণ সুরমার শিববাড়িতে গেল কীভাবে জানতে চাইলে জামাল হোসেন বলেন, ‘‘তিনি ব্যক্তিগত কাজে শিববাড়ি গিয়েছিলেন। ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।’’ কিন্তু পরক্ষণেই জামাল হোসেন বলেন, ‘‘স্যারের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছি।’’ এরপর তিনি ফোন কেটে দেন। পরে আর তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে বোর্ডের একটি সূত্র জানায়, দুর্ঘটনায় গাড়িটির ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এখনও কোনো তদন্ত কমিটি বা চালকের বিরুদ্ধে ব্যবস্থা বা তাকে শোকজ করা হয়নি।
এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘‘আমি তখন সিলেট নগরীর জালালাবাদের বাসায় অবস্থান করছিলাম। চালক আমাকে বলেছে- গাড়ির হেডলাইট মেরামত করতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে।’’
কিন্তু জামাল হোসেন বলছে ব্যক্তিগত কাজে তিনি শিববাড়ি গিয়েছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘‘এখনো তদন্ত কমিটি হয়নি। আমরা অফিসিয়ালি তদন্ত করে দেখব।