1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায় উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুসংবাদ টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের নির্দেশ

টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ বিপর্যয়ে জড়িত হাউসবোট জব্দে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ জুলাই) সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক ও তাহিরপুর আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর এই নির্দেশন দেন।

এর আগে গত ২ জুলাই স্থানীয় দুটি পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের প্রেক্ষিতে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ও তাহিরপুর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৯০ (১) ধারায় আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত হিসেবে এই নির্দেশনা দেন।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক আসলেও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং পরিবেশ বিপর্যয়ও ঘটছে।

এছাড়াও সরকারি ঘোষণা অনুযায়ী সুনামগঞ্জের সীমান্ত নদী ধোপাজান ও যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকলেও গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর শত কোটি টাকার বালু লুট হচ্ছে-এ বিষয়টিও আদালতের নজরে এসেছে। আদালত এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫) সংশোধিত, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০, বাংলাদেশ পানি আইন ২০১৩ ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আদালতের সন্দেহ হওয়ায় এ বিষয়ে তদন্ত হওয়া একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, টাঙ্গুয়ার হাওর আজ অভিভাবকহীন। মানুষের উৎপাতে মাছ, পাখি গাছ কমছে।

অভয়ারণ্যে ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও পর্যটকদের অবাধ বিচরণ হাওরে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই সবার আগে পরিবেশকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন আদালত।

এছাড়াও কাদের দ্বারা পরিবেশের এই ক্ষয়ক্ষতি হচ্ছে অনুসন্ধান করে আসামিদের শনাক্ত করার কথাও বলেছেন আদালত। এজন্য তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্তে ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত, ঘটনাস্থলে সংশ্লিষ্ট আলামত হিসেবে (পাইপ, ভলগেট, ড্রেজার মেশিন, ড্রামট্রাক, বালু উত্তোলনকালে ব্যবহারে যন্ত্রপাতি, অবৈধ হাউসবোট) তাৎক্ষণিক জব্দ করতে সিলেটের পিবিআইকে নির্দেশ দেন।

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈনুদ্দিন সোহেল বলেন, সংবাদপত্রের প্রতিবেদনের আলোকে আদালত এই নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি পাওয়া টাঙ্গুয়ার হাওর সুরক্ষার জন্য। একই সঙ্গে সুনামগঞ্জের যাদুকাটা ও ধোপাজান বালু মহাল লুটের বিষয় তদন্ত করে পিবিআইকে নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট