রাজধানীতে সপ্তাহের প্রথম কর্মদিবসে দুটি রাজনৈতিক দলের পৃথক সমাবেশের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৩ আগস্ট) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি ও দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করায় এসব এলাকায় যানচলাচলে সৃষ্টি হয়েছে সংকট।
সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট লক্ষ্য করা গেছে। একদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস, অন্যদিকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার দিন হওয়ায় সড়কে মানুষের চাপ আরো বেড়েছে।
সরেজমিনে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মজীবী যাত্রীদের গণপরিবহনের গেটে ধাক্কাধাক্কি করে উঠতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেয়েছেন। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এমনই দৃশ্য দেখা গেছে।
মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন গুলিস্তানগামী বেসরকারি চাকরিজীবী রাহাত আহমেদ। তিনি বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। ফার্মগেট হয়ে গুলিস্তান যাবো ভেবেছিলাম। যে যানজট গাড়িতে উঠলেও কখন গন্তব্যে পৌঁছাবো বলা কঠিন।
সিএনজিচালক সোহেল হোসেন বলেন, টেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী পর্যন্ত আসতেই ৩৫ মিনিট লাগছে। যানজট না থাকলে আসতে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো।
এদিকে, একদিনে একাধিক কর্মসূচি ঘিরে সম্ভাব্য যানজট বিবেচনায় কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশ চলাকালে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় বিকল্প পথ ব্যবহারের জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে উত্তর দিক থেকে আসা যানবাহনগুলোকে শাহবাগের দিকে না গিয়ে বাম দিকে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করতে হবে।
সভা-সমাবেশ উপলক্ষে সৃষ্ট জনসমাগম ও যানজটের কারণে নাগরিকদের যাত্রা পরিকল্পনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ রইলো।