শেখঘাট কাজির বাজার ব্রিজ সংলগ্ন, জিতু মিয়ার পয়েন্ট এর দুই পাশের রাস্তা প্রসস্ত করন ও শাহজালাল (রঃ) চত্বর নামকরণ এর দাবিতে আজ জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদানে।
এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ শেখঘাট কাজির বাজার ব্রিজ সংলগ্ন জিতু মিয়ার পয়েন্ট এলাকাটি সিলেট শহরের গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল, যেখানে যানজট ও নিরাপত্তা সমস্যা প্রায়শই দেখা যায়। রাস্তা প্রসস্তকরণ ও শাহজালাল (রঃ) চত্বর নামকরণের দাবি স্থানীয় জনগণের সচেতনতা ও উন্নয়ন ভাবনার প্রতিফলন।
রাস্তা প্রসস্তকরণ:
এই দাবির মাধ্যমে এলাকাবাসী যানজট কমানো, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবার গতি বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন।
শাহজালাল (রঃ) চত্বর নামকরণ:
এটি সিলেটের ঐতিহ্য ও ধর্মীয় ভাবনার সঙ্গে সম্পৃক্ত একটি প্রস্তাব, যা শহরের সাংস্কৃতিক পরিচয়কে আরও দৃঢ় করতে পারে।
এই দাবির পেছনে যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে, তা শেখঘাট সমাজ সেবা যুব সংঘ ও কলাপাড়া,ঘাসিটুলা কুয়ারপাড়, খুলিয়াটুলা জিতু মিয়ার পয়েন্ট সহ প্রত্যেক এলাকার সক্রিয় অংশগ্রহণে সম্ভব হয়েছে বলে জানা গেছে।