1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
অপরাজিতা অ্যাওয়ার্ড পেলেন সিলেট ভয়েস প্রকাশক সেলীনা সুনামগঞ্জে গুজবের প্রতিবাদে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের  প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি, নারী কোটা বাতিল সিলেটের সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত আন্দোলনকারীরা প্রস্তাব দিলে ব্যবস্থা নেবে সরকার: জনপ্রশাসন সচিব দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ সাদা পাথর লুট: দিনভর বিভিন্ন পক্ষের বক্তব্য শুনলো তদন্ত কমিটি শপথ নিলেন হাইকোর্টে নবনিযুক্ত ২৫ বিচারপতি

সাদা পাথর লুট: দিনভর বিভিন্ন পক্ষের বক্তব্য শুনলো তদন্ত কমিটি

সোনালী সিলেট ডটকম🖊
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনায় দিনভর সাক্ষ্যগ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

বুধবার (২৭ আগস্ট) সিলেট সার্কিট হাউসে আলাদাভাবে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি ও পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের বক্তব্য গ্রহণ করা হয়। এসময় প্রেসক্লাবের নেতারাও অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

পরে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সাংবাদিকদের সঙ্গে তদন্তের বিষয়ে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, আমরা দুটি বিষয়কে সামনে রেখে কাজ করছি। প্রথমটি কারা এই ঘটনায় জড়িত, কার কি দায় আছে। আর দ্বিতীয়টি ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের প্রস্তাবনা।

জাহেদা পারভীন আরও বলেন, মাঠ পর্যায় থেকে আমরা সব তথ্য নিয়ে আজ ঢাকায় ফিরবো। সেখানে পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি সরেজমিনে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করে। গত ২০ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

সাদাপাথর লুটের ঘটনায় ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক তদন্ত করে ৫৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার কথা উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সরকারি সংস্থার নিষ্ক্রিয়তা ও যোগসাজশ ছিল। দুদকের প্রতিবেদনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিসহ মোট ৫৩ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী রয়েছেন ৪২ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট