1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিন ব্যাপী ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পিআইবির সেমিনার কক্ষে ঐ সেমিনার সম্পন্ন হয়। সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক নেতা শফিকুল আলম।

সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার,প্রশিক্ষক সিনিয়র রিচার্স অফিসার গোলাম মুর্শেদ,ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড.জামিল খান, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জুলাইযোদ্ধা সাংবাদিক আল হেলাল,দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হালিম, সংবাদ সারাবেলা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীনসহ বিভিন্ন জেলার আগত জুলাইযোদ্ধা সাংবাদিকগণ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। এ প্রশিক্ষণের দ্বিতীয় দফায় (৯-১১ সেপ্টেম্বর ২০২৫) সারাদেশের মোট ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন, যারা গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। প্রশিক্ষণ প্রদান করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী,ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম,ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমানসহ পিআইবির প্রশিক্ষকবৃন্দ।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সাংবাদিকদের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে। ইতিবাচক সংবাদ, ফিচার লিখে, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করে কিংবা নিগেটিভ রিপোর্টের বিরুদ্ধে কাউন্টার ইতিবাচক সাংবাদিকতা গড়ে তুলে,তাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।” তিনি বলেন, “জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা।

পিআইবির মহাপরিচালক বলেন,“জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে অপতথ্য রুখে দিতে হবে হোক সেটা ইন্টারনেট, কিংবা এআই প্ল্যাটফর্ম। জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা দেখতে পাচ্ছি, জুলাইয়ের ঘটনার নানা বিকৃত রূপ এখনও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জুলাই বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,জুলাই আন্দোলন হয়েছে বলেই আমি সচিব হয়েছি। এ আন্দোলন নাহলে দেশ থেকে কখনও বৈষম্য দূর হতনা। তিনি বলেন, প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা। এই তিনদিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সহায়ক হবে।”

সভায় সুনামগঞ্জের জুলাইযোদ্ধা সাংবাদিক আল হেলাল বলেন,সংবাদপত্র ও টেলিভিশনের উপর বহুমুখি নির্যাতনের মূল কারণ ছিল সরকারের সমালোচনা। কিন্তু সাংবাদিকদের কন্ঠরোধ করলেও বিগত সময়ে সরকারের ব্যার্থতা প্রকাশে মোবাইল জার্নালিজম ও ডিজিটাল প্লাটফর্ম সোচ্চার ছিল। সত্য সংবাদ প্রকাশের কারণে আর যেন কোন সংবাদপত্র,টেলিভিশন ও সাংবাদিকদের উপর হামলা মামলা না হয় তা গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে আইন প্রণয়ন করে সাংবাদিক সুরক্ষার ব্যবস্থা গ্রহনে রাষ্ট্র ও সরকারকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট