সিলেটে শারদীয় দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । বিজয়া দশমীর দিনে, ২ অক্টোবর ২০২৫, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুরমা নদীর চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
বিসর্জনের শেষ দিনে সিলেট নগরের ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাটের সিঁড়ি দিয়ে বিসর্জন দেওয়া হয়।
আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠান চলে।
বিসর্জনের আয়োজনে অংশগ্রহণ করে নগরের বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসেন পূজারিরা, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে।
দিনভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল সিলেটে র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং সাইবার টিমের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ছিল।
চালু ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর।
পূজা মণ্ডপ সংখ্যায় সিলেট জেলা ও মহানগরে মোট ৬১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি ছিল ।
সিলেট চাদঁনীঘাটে সিঁদুর খেলা ও বিসর্জনের আগে নারীরা দেবীর চরণে সিঁদুর ছোঁয়ান এবং একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন।
দেবীর আগমন ও গমন শাস্ত্রীয় মতে, এ বছর দেবী দুর্গা হাতিতে চড়ে এসেছেন এবং পালকিতে কৈলাসে গেছেন। এই বিদায়ের মুহূর্তে ভক্তদের চোখে জল থাকলেও, ছিল শুভ শক্তির বিজয়ের আনন্দ।