1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ

নিজস্ব প্রতিবেদন:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

সিলেটের বিশ্বনাথে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী লুনা ইলিয়াস ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী—তাহসীনা রুশদী লুনা (নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী) ও মো. হুমায়ুন কবিরের—সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল।
হুমায়ুন কবিরের একটি নির্বাচনী সমাবেশ ছিল দৌলতপুর ইউনিয়নে। সমাবেশ শেষে তার সমর্থকরা বিশ্বনাথ সদরে ফিরে মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং তিনি সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
লুনা ইলিয়াস দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির একক প্রার্থী ছিলেন। ফলে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে।

পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে।
পরে সেনাবাহিনীর টহল দলও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন হুমায়ুন কবিরের সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মীও যুক্ত ছিলেন, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।
এই বিষয়টি স্থানীয় বিএনপির মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

এই সংঘর্ষ সিলেট-২ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের প্রতিযোগিতার একটি প্রতিফলন বলে মনে করছেন এলাকাবাসী ।

এবিষয়ে কথা হলে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম  (সেবা)  বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট