
সিলেটে এক প্রবাসী দম্পতি নিজেদের বাড়ি না বানিয়ে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করে রাস্তার বেওয়ারিশ মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করছেন।
বৃত্তি প্রস্তর করছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি বলেন এটি একটি মহতী উদ্যোগ জীবন ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে এবং প্রবাসী দম্পতিদের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এটি একটি মানবিক উদ্যোগ যা নেছারাবাদ এলাকায় বাস্তবায়িত হচ্ছে।
সিলেট এয়ারপোর্ট এলাকার নয়াবাজার নেছারাবাদ হাউজিং বেওয়ারিশ নারী-পুরুষদের জন্য স্থায়ী আশ্রয়কেন্দ্র প্রবাসী দম্পতির ব্যক্তিগত অর্থায়ন, প্রায় অর্ধ কোটি টাকা ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে ।
সিলেটে প্রতিদিন রাস্তায় অসুস্থ, অর্ধনগ্ন বা মৃতপ্রায় বেওয়ারিশ মানুষ দেখা যায়। তাদের জন্য কোনো স্থায়ী আশ্রয় ছিল না। আশ্রয়কেন্দ্র তৈরি হলে এসব মানুষকে চিকিৎসা, খাবার, পোশাক ও নিরাপদ ঘুমের জায়গা দেওয়া সম্ভব হবে।
প্রবাসীরা সাধারণত নিজেদের বাড়ি বা ব্যবসায় বিনিয়োগ করেন। কিন্তু এই দম্পতি সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের জন্য অর্থ ব্যয় করেছেন, যা এক বিরল দৃষ্টান্ত।
আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য নিয়মিত অর্থ ও জনবল প্রয়োজন। বেওয়ারিশ মানুষদের মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসন জটিল হতে পারে। স্থানীয় প্রশাসন ও সমাজসেবী সংগঠনের সহযোগিতা নিশ্চিত করা।
চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা।
নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো যাতে উদ্যোগটি টেকসই হয়।
এই উদ্যোগ প্রমাণ করে যে মানবিকতা প্রবাসী জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। সিলেটের মতো প্রবাসী অধ্যুষিত এলাকায় এমন দৃষ্টান্ত অন্যদেরও সমাজকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
ভয়েস অফ সিলেট সরাসরি এই মহতী উদ্যোগ টি তুলে ধরেছে তাদের লাইভের মাধ্যমে এ জন্য ভয়েস অফ সিলেট কে অভিন্দন জানিয়েছেন স্থানীয় এলাকা বাসি ।