
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে যাত্রীবেশে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে”)।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা: তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও ছিনতাইয়ের মামলা ছিল। উদ্ধারকৃত মালামাল:
একটি সিএনজি চালিত অটোরিক্সা (রেজি. নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করা হয়েছে”)।
ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রও জব্দ করা হয়। তারা যাত্রীবেশে সিএনজি অটোরিক্সায় উঠে চালককে ভয় দেখিয়ে বা আক্রমণ করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করত।
সিলেট নগরীতে সম্প্রতি যাত্রীবেশে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, যাত্রী পরিবহনের সময় চালকদের সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক যাত্রী দেখলে দ্রুত নিকটস্থ ফাঁড়ি বা থানায় খবর দিতে হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
অপরিচিত যাত্রীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা।
রাতে নির্জন এলাকায় যাত্রী তুলতে এড়িয়ে চলা।
সিএনজি ব্যবহারকালে চালকের তথ্য ও গাড়ির নম্বর নোট করে রাখুন। জরুরি প্রয়োজনে পুলিশ হেল্পলাইন ব্যবহার করুন।