1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২ টি দোকান কে অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী)সন্ধ্যায় জগন্নাথপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিব ভেরাইটিজ স্টোরে দোকানের সামনে গ্যাসের সিলিন্ডার রাখায় ও খেজুরের গুড়ে মোড়ক না থাকায় ১০ হাজার এবং মা সবজি দোকানিকে বেশি দামে সবজি বিক্রি করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় জগন্নাথপুর বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভুষি মালামালের দোকানে মূল্য তালিকা দৃষ্টিগোচর স্থানে টানানো, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ ও মূল্য লিপিবদ্ধ থাকা, পরিমাপ/ ওজনে কম না দেয়া ইত্যাদি বিষয় যাচাই করা হয়। এছাড়া ফলের দোকানে মূল্য তালিকা, ওজন মাপার যন্ত্রের সঠিকতা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সবজি বাজারে মূল্য তালিকা, ক্রয় রশিদ আছে কিনা, আড়তের বিক্রয়মূল্য যাচাই করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।

ভ্রামমান আদালতের অভিযানকালে একটি ভুষি মালামালের দোকানকে ১০ হাজার টাকা এবং একটি সবজি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরকত উল্লাহ জানান।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বরকত উল্লাহ বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট