দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেলেন মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ কে ফুল দিয়ে বরন করেছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় কারাগারে অসংখ্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন কারা ফটকের বাহিরে ।
দীর্ঘ ১০ মাস পর মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল মুক্তি পেলেন ।
তোফায়েল আহমেদকে বরণ করে নিতে শত শত নেতাকর্মীদের ভীড় করছেন কারাগারের সামনে ।
বিএনপির ত্যাগী এই নেতা সিলেটের রাজথের সম্মুখ সারির এক যোদ্ধা বিএনপির কঠিন সময়ে ভিবিন্ন সময় জেল কেটেছেন পরিবারের দিখে ফিরে তাকানোর সময় টুকু ও ছিল না তার দলের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন ভিবিন্ন সময় আয়ামীলীগ সরকারের সময় মামলা নিয়ে ও দলের জন্য কাজ করে গেছেন ।
তোফায়েল আহমেদ সামাজিক ও সোশ্যাল কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সবসময় কখনো দলের ভাবমূর্তি নষ্ট করেননি নিজের দলে নিজেকে নিয়োজিত রেখেছেন সম্মানের সহিত দল কি দিলো কি দিলোনা সে দিখে খেয়াল করেননি কখনো ছাত্র নেতা তোফায়েল আহমেদ ।